Monday, December 23, 2024
Homeসারাদেশকরোনায় দেশে একদিনেই ৬৬ জনের মৃত্যু, শনাক্ত ৭২১৩

করোনায় দেশে একদিনেই ৬৬ জনের মৃত্যু, শনাক্ত ৭২১৩

করোনা আপডেট: বাংলাদেশ করোনাভাইরাস সংক্রমণে একদিনে মৃত্যুর সংখ্যা রেকর্ড ছড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৬জন। একই সাথে শনাক্তের হারেও হয়েছে নতুন রেকর্ড।

মৃতদের মধ্যে ৩৯জন পুরুষ এবং ২৭জন নারী। সব মিলিয়ে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৯৩৮৪ জন।

গত আটই মার্চ বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর গত চব্বিশ ঘন্টাতেই ছিল একদিনে সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্তের দিন।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৪৩১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭২১৩ জন শনাক্ত হয়েছে।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২১.০২ শতাংশ।

RELATED ARTICLES

Most Popular