Friday, December 27, 2024
Homeশিক্ষাঙ্গনএসইউবি ফার্মেসি বিভাগের ৪০তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এসইউবি ফার্মেসি বিভাগের ৪০তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

শিক্ষা ডেস্কঃ

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) ফার্মেসি বিভাগের ৪০তম ব্যাচের স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় গত ২১ মে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাভানা ফার্মাসিউটিক্যাল এর ডিরেক্টর অপারেশন মি. শামীম রব্বানী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. আবদুর রশিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসইউবি ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী বিভাগীয় প্রধান, অনুষদ সদস্য ও কর্মকর্তারা এবং স্প্রিং সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বক্তারা শিক্ষার্থীদের নানা দিকনির্দেশনা প্রদান করেন।

সবশেষে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ক্লাবের আয়োজনে ও  শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES

Most Popular