Monday, December 23, 2024
Homeশিক্ষাপদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে ঢাবি

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে ঢাবি

আগামী ২৫ জুন অনুষ্ঠিতব্য পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল ১০ টা থেকে টিএসসি মিলনায়তনে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার

শুক্রবার (২৪ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহ্ মুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৫ জুন ২০২২ শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন। এই উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যাল টিএসসি মিলনায়তনে সরাসরি সম্প্রচার করা হবে।

এতে আরও বলা হয়, শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে এই সরাসরি সম্প্রচার অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular