Thursday, December 26, 2024
Homeসারাদেশমৌলভীবাজারের পানি না নামায় ভোগান্তিতে বানভাসি মানুষ

মৌলভীবাজারের পানি না নামায় ভোগান্তিতে বানভাসি মানুষ

সারাদেশঃ

কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার হাওর পাড়ের মানুষ নৌকা ছাড়া বের হতে পারছেন না। মূলত কুশিয়ার সিলেট অংশের পানি এখনো স্থিতি অবস্থায় থাকায় মৌলভীবাজারের হাকালুকি হাওরের পানি সেদিকে দিয়ে নামতে পারছেনা। ফলে হাওর পরিবেষ্টিত উপজেলাগুলোতে দেখা দিয়েছে দীর্ঘ জলাবদ্ধতা। আর সেখানকার বাসিন্দাদের মাঝে বিরাজ করছে হতাশা।

মৌলভীবাজারের মনু, দলই ও কুশিয়ার একাংশের পানি কমলেও হাকালুকি হাওর পরিবেষ্টিত জেলার তিন উপজেলা কুলাউড়া, জুড়ি ও বড়লেখার নিম্নাঞ্চলের পানি না নামায় ভোগান্তিতে লক্ষাধিক মানুষের। এসব উপজেলার প্রত্যন্তসহ শহরতলীর অনেক হাটবাজার থেকে পানি বের হতে পারছেনা। ফলে তাদের চলাফেরায় দেখা দিয়েছে সমস্যা।

জেলা প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে কুলাউড়া, বড়লেখা, জুড়ি উপজেলার ৮৭টি আশ্রয় কেন্দ্রে প্রায় ২৩ হাজার আশ্রিত মানুষদের মাঝে প্রতিদিনই শুকনো খাবারসহ চাল,ডাল ও অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular