Thursday, December 26, 2024
Homeজাতীয়সারাদেশে আলোকসজ্জায় বিধিনিষেধ থাকছে

সারাদেশে আলোকসজ্জায় বিধিনিষেধ থাকছে

নবদূত রিপোর্টঃ

সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিংমল, দোকানপাট, অফিস ও বাসাবাড়িতে সব ধরনের আলোকসজ্জায় বিধি নিষেধ থাকছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলবে এই বিধিনিষেধ।

সরকারি আদেশে বলা হয়, বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।


মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনাটি সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, সব সচিব এবং বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন ও সংযোগ অধিশাখার উপসচিব সাইফুল ইসলাম ভূঁইয়ার সই করা এক আদেশে এ ঘোষণা দেয়া হয়।

RELATED ARTICLES

Most Popular