Saturday, September 21, 2024
Homeশিক্ষাঙ্গনঢাবির 'চ' ইউনিটের ফল প্রকাশ, পাশ ৩.৯১%

ঢাবির ‘চ’ ইউনিটের ফল প্রকাশ, পাশ ৩.৯১%

শিক্ষা ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাশের হার ৩ দশমিক ৯১ শতাংশ।

আজ বৃহস্পতিবার দুপুর ১১ টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফল প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এ বছর ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৬ হাজার ১৫৬ জন। পাস করেছেন মাত্র ২৪১ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ৩ দশমিক ৯১ শতাংশ। বাকি ৯৬ দশমিক ৯ শতাংশ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। এতে আসন রয়েছে ১৩০টি।

RELATED ARTICLES

Most Popular