Thursday, December 26, 2024
Homeজাতীয়পোশাক নিয়ে উচ্চ আদালতের পর্যবেক্ষণকে সমর্থন করে নর্থ সাউথে মানববন্ধন

পোশাক নিয়ে উচ্চ আদালতের পর্যবেক্ষণকে সমর্থন করে নর্থ সাউথে মানববন্ধন

এবার পোশাক নিয়ে উচ্চ আদালতের পর্যবেক্ষণকে সমর্থন জানিয়ে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন একদল শিক্ষার্থী।

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ৮নং ফটকের পাশে ‘নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে এর আয়োজন করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘পোশাকের নামে পশ্চিমা অপসংস্কৃতি’ আমদানিকারকদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

এর আগে, গত বৃহস্পতিবার আদালতের এই পর্যবেক্ষণকে অভিবাদন ও স্যালুট জানিয়ে মানববন্ধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের একদল শিক্ষার্থী।

RELATED ARTICLES

Most Popular