Thursday, December 26, 2024
Homeশিক্ষাঙ্গনফারদিন 'হত্যার' সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি বুয়েট শিক্ষার্থীদের

ফারদিন ‘হত্যার’ সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি বুয়েট শিক্ষার্থীদের

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন নূর পরশ ‘হত্যার’ সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন বুয়েটের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে ফারদিনের জানাজার নামাজের পর বুয়েটের শহিদ মিনারে এক মানববন্ধন থেকে এ দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

লিখিত বিবৃতিতে শিক্ষার্থী জানান, ‘আমাদের বন্ধু ফারদিন নুর পরশ, পুরকৌশল বিভাগের ৩য় বর্ষের ছাত্র, গত ৪ই নভেম্বর-শুক্রবার আনুমানিক রাত ১১ঃ৩০ টার দিকে নিখোঁজ হয়। পরবর্তী দিন (৫ নভেম্বর) ফারদিনের সেশনাল কুইজ পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও সে অনুপস্থিত থাকে এবং আমরা তার ক্লাসমেটরা ফারদিনের ব্যাপারে তার পরিবারকে অবহিত করি এবং বুয়েট প্রশাসনকেও এ ব্যাপারে জানানো হয়। ওইদিনই পরিবারের পক্ষ থেকে রামপুরা থানায় জিডি করা হয়।’

‘সর্বশেষ গতকাল (৭ই নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৫ঃ৩০ টার দিকে নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।আমরা বুয়েট শিক্ষার্থীরা এই ঘটনায় গভীরভাবে শোকাহত। ময়নাতদন্তকারী চিকিৎসকের ভাষ্য হতে স্পষ্ট যে এটা একটা হত্যাকাণ্ড।’

‘আমরা বুয়েট শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত করে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের দাবী জানাচ্ছি। এই ব্যাপারে প্রশাসন এবং মিডিয়া সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। ফারদিন ব্যক্তিজীবনে অত্যন্ত মেধাবী এবং নির্ঝঞ্ঝাট একজন মানুষ ছিল।’

এর আগে দুপুর দুইটার দিকে ফারদিনের মরদেহ বুয়েট ক্যাম্পাসে নিয়ে আসা হয় এবং কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজায় বুয়েটের ছাত্র-শিক্ষক, ফারদিনের বাবাসহ পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular