Thursday, January 2, 2025
Homeজাতীয়পরিবার-পরিজনদের চাকরি দেওয়া কিছু উপাচার্যের মূল দায়িত্ব : রাষ্ট্রপতি

পরিবার-পরিজনদের চাকরি দেওয়া কিছু উপাচার্যের মূল দায়িত্ব : রাষ্ট্রপতি

পরিবার পরিজন ও অনুগতদের চাকরি দেওয়া ও বিভিন্ন উপায়ে আর্থিক সুযোগ সুবিধা নেওয়াই যেন কিছু উপাচার্যের মূল দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ।

শনিবার (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে অংশ নিয়ে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, সম্মানিত উপাচার্য ও শিক্ষকমণ্ডলী আপনারা সমাজের সাধারণ মানুষের কাছে নেতৃত্বস্থানীয় এবং সম্মানিত ব্যক্তি। আমরা যখন ছাত্র ছিলাম কিংবা এর পরেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকদের দেখলে বা তাদের কথা শুনলে শ্রদ্ধায় মাথা নত হয়ে যেত। কিন্তু ইদানিংকালে কিছু কিছু উপাচার্য ও শিক্ষকদের কর্মকাণ্ডে সমাজে শিক্ষকদের মান সংকুচিত হয়ে আসছে। আপনাদের প্রতি সম্মান রেখেই বলতে চাই কিছু সংখ্যক অসাধু লোকের কর্মকাণ্ডের জন্য গোটা শিক্ষক সমাজের মর্যাদা যাতে ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, একজন উপাচার্যের মূল দায়িত্ব হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের তত্ত্বাবধান। কিন্তু ইদানিং পত্রিকা খুললেই মনে হয় পরিবার পরিজন ও অনুগতদের চাকরি দেওয়া ও বিভিন্ন উপায়ে আর্থিক সুযোগ সুবিধা নেওয়াই যেন কিছু উপাচার্যের মূল দায়িত্ব। আবার অনেক শিক্ষক বিশ্ববিদ্যালয়ের চাকরিটাকে ঐচ্ছিক মনে করেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়াকে তারা অগ্রাধিকার দিয়ে থাকেন। বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সাথে এটি খুবই বেমানান।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সবাই কৃতি ও সেরা ছাত্র ছিলেন। আমার বিশ্বাস আপনারা যেকোন ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হতেন। কিন্তু জীবনের মহানব্রুত হিসেবে শিক্ষকতাকে আপনারা পেশা হিসেবে বেঁচে নিয়েছেন। তাই শিক্ষক হিসেবে নিজ পেশার প্রতি দায়িত্বশীল থাকবেন এটাই আমাদের প্রত্যাশা।

আমরা চাই উপাচার্যের নেতৃতে ছাত্র-শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় প্রতিটি বিশ্ববিদ্যালয় গবেষণা ও উচ্চশিক্ষার প্রাণকেন্দ্রে পরিণত হোক। শিক্ষকগণ হয়ে উঠুন সমাজের সম্মান ও মর্যাদার প্রতিক। তাই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। শিক্ষকসহ যেকোন নিয়োগের ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দিতে হবে।

RELATED ARTICLES

Most Popular