Saturday, September 21, 2024

মধুর ভাষা


বিলাল মাহিনী

শোনো সব একুশের ভক্ত
ভাষার দাবিতে
আমার ভাই-
রাজপথে দিছে রক্ত।

রক্ত দিয়ে আনলো তারা
মায়ের ভাষা স্বাধীনতা
একুশ এলেই বাড়ে বুকে
ভাই হারানোর ব্যথা।

একুশ সেতো বাঙালির
ভাই হারানোর দিন
একুশ এলেই হৃদয় মাঝে
বাজে দুঃখের বীণ।

বুকের মানিক হারায়ে মা
নির্বাক অসহায়
কালো বসনে প্রভাতফেরিতে
শহিদ মিনার যায়।

বাংলা আমার মায়ের ভাষা
তুলনা যার নাই
মায়ের ভাষায় বললে কথা
শান্তি খুঁজে পাই।

ভাষা দিবস বিশ্ব জুড়ে
ছড়িয়েছে আলো
বাংলা ভাষায় গান কবিতা
শুনতে লাগে ভালো।

মুক্তির মিছিলে চলো
সমস্বরে দাবি তোলো-

অফিস আদালত সবখানে
বাংলা চালু করো
জাতিসত্তার বিকাশ সাধনে
বাংলা ভাষা ধরো।

এই ভাষা যে মধুর ভাষা
খোদার সেরা দান
রক্ত দিয়ে জীবন দিয়ে
রাখবো ভাষার মান।

বিলাল মাহিনী
২১-০২-২৩

RELATED ARTICLES

Most Popular