Friday, February 7, 2025
Homeঅপরাধকুমিল্লায় আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাংচুর ও অগ্নি সংযোগ

কুমিল্লায় আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাংচুর ও অগ্নি সংযোগ

কুমিল্লা প্রতিনিধি: প্রত্যক্ষদশীরা জানান, রাত সাড়ে ১২টায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার আওয়ামী লীগের এান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রেজাউল করিমের  ২ নং উওর দুর্গাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বড়দৈল গ্রামের বাড়িতে  ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।

৫ ই ফেব্রুয়ারী রোজ বুধবার দিবাগত রাতে এই হামলা ও অগ্নি সংযোগ করা সময় বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং তারা শপথ করে যে বাংলাদেশে আওয়ামী লীগের কোন অস্তিত্ব থাকতে দিবে না। তার সাথে সাথে বিক্ষুব্ধ জনতা সদর উপজেলার এান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রেজাউল করিমের বিরুদ্ধে স্লোগান দিয়ে তার বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগ করে। এই হামলার সময় তার মাতা আহত হয়েছেন, পরবর্তীতে তার জীবন রক্ষার্থে পাশ্ববর্তী এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন।

এই অগ্নি সংযোগ প্রসঙ্গে কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ সইকবাল হোসেনর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা ৬ ই ফেব্রুয়ারী সকাল বেলায় এই অগ্নিকাণ্ডের কথা শুনতে পাই। পরবর্তিতে আমরা উপস্থিত হয়ে দেখতে পাই, অগ্নিকাণ্ডে সমস্ত ঘরবাড়ি পুড়ে গেছে, অবশিষ্ট যা বাকি ছিল সে মালামাল আমরা নিরাপদ স্থানে সরিয়ে রাখি।

এই প্রসঙ্গে নবদূতের তরফ থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন স্থানীয়দের সাথে কথা বলে আমরা এই বিষয়ে অবগত হই যে, এই হামলা ও অগ্নি সংযোগ বিক্ষুব্ধ জনতার মাধ্যমে সংগঠিত হয়েছে। তবে এখন পর্যন্ত কোন প্রকার মামলা বা অফিসিয়াল অভিযোগ আমাদের কাছে আসেনি।

এই হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগ প্রসঙ্গে আদর্শ সদর উপজেলার আওয়ামী লীগের এান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রেজাউল করিমের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করলে,  এলাকাবাসী জানান তিনি এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন। তারা জানান  ৫ আগষ্ট ২০২৪ সালে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবার পরে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন।

উল্লেখ্য ৫ ই ফেব্রুয়ারী রাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে ভাংচুর, হামলা ও অগ্নি সংযোগ ঘটনা ঘটে।গতকাল দিবাগত রাতে কুমিল্লা ৬ আসনের সাবেক সংসদ সদস্য জনাব হাজী আ ক ম বাহার উদ্দিন বাহারের বাড়িতে ভাংচুর ও অগ্নি সংযোগ করে দুষ্কৃতিকারীরা। তাছাড়াও মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সাক্ষী    ধানমন্ডি ৩২ নাম্বার বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার আওয়ামী লীগের এান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রেজাউল করিমের বাড়িতে হামলা ও অগ্নি সংযোগ
RELATED ARTICLES

Most Popular