Thursday, December 26, 2024
Homeঅপরাধঢাবির বন্ধ হলে ছাত্রলীগ নেতার জন্মদিন পালন

ঢাবির বন্ধ হলে ছাত্রলীগ নেতার জন্মদিন পালন

করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধের লক্ষ্যে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ।হল বন্ধ থাকলেও ছাত্রলীগ নেতাদের হলে অবস্থান করতে দেখা যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযান চালালেও হলে অবস্থান করেন ছাত্রলীগের কিছু নেতাকর্মী।

মঙ্গলবার (৬ জুলাই) রাতে শহীদ সার্জেট জহুরুল হক হলের অতিথি কক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সাহিত্য বিষয়ক বিষয় সম্পাদক এসএম রিয়াদ হাসানের জন্মদিন পালন করতে দেখা যায়। এসময় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ও উপস্থিত ছিলেন।

জানা যায়, এর আগেও ওই হলে ক্যাম্পাস বন্ধ থাকা অবস্থায়ও অবস্থান করেছিলেন ছাত্রলীগের এই নেতা। মঙ্গলবার ওই নেতার জন্মদিন ছিল। তিনি কেন্দ্রীয় সভাপতি জয়ের লোক বলে পরিচিত।

বন্ধ হলে জন্মদিন পালনের বিষয়ে ছাত্রলীগ নেতা এসএম রিয়াদ বলেন, ক্যাম্পাসে সবাই কেক কাটে। যদিও হল বন্ধ, হলের গেস্টরুম পর্যন্ত তো আসা যায়। মঙ্গলবার সন্ধ্যার পর ক্যাম্পাসে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল,বৃষ্টির কারণে সবাই গেস্টরুমে এসে বসছিলেন। এসময় হলের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে অনুমতি নিয়েই ওখানে বসা হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, আমি বিষয়টা এখনো পর্যন্ত জানিনা। হল প্রশাসনকে জানাচ্ছি। তারা ব্যবস্থা নিবেন। তবে এ বিষয়ে মন্তব্য পাওয়া যায়নি ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের।

RELATED ARTICLES

Most Popular