Thursday, December 26, 2024
Homeরাজনীতিটিকার জন্য 'সুরক্ষা' ওয়েবসাইটে নিবন্ধন করলেন খালেদা জিয়া

টিকার জন্য ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাসের টিকা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

সোমবার ( ১২ জুলাই) খালেদা জিয়ার চিকিৎসক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে দলটির প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবীর বলেন, ৯ জুলাই ‘সুরক্ষা’ ওয়েবসাইটে গিয়ে টিকার জন্য নিবন্ধন ফরম পূরণ করেন খালেদা জিয়া। মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নেবেন। নিবন্ধন ফরমে উল্লিখিত মুঠোফোন নম্বরে ক্ষুদে বার্তার মাধ্যমে টিকা দেয়ার তারিখ জানানো হয়। এখন পর্যন্ত ওই এসএমএস পাননি বেগম জিয়া।

৭৫ বছর বয়সী খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৫৪ দিন চিকিৎসার পর গত ১৯ জুন রাতে তিনি গুলশানের বাসায় ফেরেন। পুরোপুরি সুস্থ না হলেও হাসপাতালে জীবাণু এবং দেশে করোনার ডেল্টা ধরনের সংক্রমণের মধ্যে ঝুঁকি এড়াতে খালেদা জিয়াকে বাসায় নেয়া হয়। বর্তমানে তিনি বাসায়ই আছেন।

RELATED ARTICLES

Most Popular