Thursday, December 26, 2024
Homeশিক্ষাঙ্গনসারা দেশে মশা মারার ঘোষণা ছাত্রলীগের

সারা দেশে মশা মারার ঘোষণা ছাত্রলীগের

নবদূত রিপোর্ট:

ডেঙ্গু মোকাবিলায় মাসব্যাপী এডিস মশা নিধনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এক অনুষ্ঠানে এডিস মশা নিধনের এই কর্মসূচির উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

সংগঠনের কেন্দ্রঘোষিত এই কর্মসূচি আজ শুক্রবার থেকে সারাদেশে সংগঠনের প্রতিটি ইউনিটে পালিত হবে বলে জানা যায়।

কর্মসূচির উদ্বোধনকালে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, করোনা ও ডেঙ্গু সমান হারে মানুষকে আক্রান্ত করছে, আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। আমরা সচেতন না হলে ডেঙ্গু মোকাবিলা করা কঠিন হয়ে যাবে। ডেঙ্গু মোকাবিলায় আমরা যে কর্মসূচি ঘোষণা করছি, তা আগামীকাল থেকে একযোগে সারা বাংলাদেশে পালিত হবে। আশপাশের অপরিচ্ছন্ন জায়গাগুলো আমরা পরিষ্কার রাখতে পারলেই ডেঙ্গু মোকাবিলায় আমরা এগিয়ে যেতে পারব।’

ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, আগামী এক মাস এডিস মশা নিধনে ছাত্রলীগের এই কর্মসূচি চলবে। প্রয়োজনে কর্মসূচির সময়সীমা আরও বাড়ানো হবে।

RELATED ARTICLES

Most Popular