সাবিকুন নাহার
কোথাও কোথাও জীবন মগ্ন উচ্চ বিলাসিতায়।
নিষ্পেষিত হয় হাজার স্বপ্নরা….
বেঁচে থাকার অপেক্ষায়।
মানবতা ভঙ্গুর ,কুন্ঠিত ,স্তব্দ।
এই তো ছোট্ট এ জীবন …
সময়ের সাথে প্রতিজ্ঞা বদ্ধ।
অধরা স্বপ্ন গুলো কেমন যেন !!
দোদূল্যমান হয়ে গেলো।
জীবনের কাছে সময়ের আক্ষেপটাও….
অব্যক্ত রয়ে গেলো।
হাজার প্রতিকূলতায়ই যেমন জীবন,
তেমনি জীবন পরিশুদ্ধতায় ,
নিজেকে স্বক্রিয় করার সময়ও এখন।
মনে মনে আমিও দেখেছিলাম ..
স্বপ্নগুলো সাঁজানো গুছানো।
অকল্পিত ওস্বপ্নের চেহারা গুলো
সত্যি এলোমেলো।
তবুও !!জীবন ও সময়ের সন্ধিক্ষণে,
খুঁজি আগামী প্রজন্মের পরিত্রান।
আমার অধরা জীবন ……
সময়ের সাথে হলো সংগ্রাম।
সাবিকুন নাহার (যুক্তরাজ্য,লন্ডন।)
আপনার বিলাসিতায় অন্যের বেঁচে থাকার স্বপ্ন নিষ্পেষিত হয়। মানুষকে বেঁচে থাকার অধিকার দিন।
এই পৃথিবী আপনার একার নয়।
মানবিক হোন।
মনুষ্যে স্বাক্ষর রাখুন।