Friday, December 27, 2024
Homeখেলানেইমার জাদুতে পেরুকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল

নেইমার জাদুতে পেরুকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল

স্পোর্টস রিপোর্টার:

প্রথমার্ধে এগিয়ে নিলেন নেইমার, দ্বিতীয়ার্ধে এভারটন। এই দুইজনের যুগলবন্দিতে ভর করেই পেরুকে ২-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। ম্যাচে আলো ছড়িয়েছেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার।

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের আগের সাত ম্যাচেই জয় পায় ব্রাজিল। সে জয়কে নিয়ে গেলেন আটে। পেরুর বিপক্ষে শুক্রবার সকালে তুলে নিল সহজ এক জয়। তাতেই শতভাগ জয়ের অপ্রতিরোধ্য যাত্রাটা ধরে রাখল কোচ তিতের শিষ্যরা।

নিজেদের মাঠ অ্যারেনা পের্নামবুকোয় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। ছেড়ে কথা বলছিল না পেরুও। বরং শুরুর মিনিটগুলোয় সফরকারীরাই আলো ছড়াচ্ছিল বেশ। তবে একটু ধাতস্থ হতেই ম্যাচের লাগামটা হাতে টেনে নেয় ব্রাজিল দল

RELATED ARTICLES

Most Popular