Friday, September 13, 2024
Homeসারাদেশবাসাবোতে মধ্যরাতে যুবককে মারধর: আটক ২

বাসাবোতে মধ্যরাতে যুবককে মারধর: আটক ২

নবদূত রিপোর্টঃ

সবুজবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, ১০ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর বাসাবোতে চোর সন্দেহে এক যুবককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া যায়। নিহত যুবকের নাম হৃদয় (২৮)। ঘটনার পরপরই দুজনকে আটক করেছে সবুজবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার মধ্যরাতে বাসাবো খেলার মাঠে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কথা হলে সবুজবাগ থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, রাতে তৃতীয় কোনো পক্ষ থানায় খবর দেয়, বাসাবো খেলার মাঠের বাউন্ডারির ভেতরে এক যুবককে মারধর করা হচ্ছে। পরে ফোর্স সহ দ্রুত সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।

এসআই আরও জানান, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ওই যুবক নিজের নাম হৃদয় বলে জানাতে পেরেছিল। এ ছাড়া আর কোনো কথা বলতে পারেনি। তার সমস্ত শরীরে পেটানোয় জখম রয়েছে। ওই সময়ই ঘটনাস্থল থেকে মূল ঘাতক দুজনকে আটক করা হয়। বাকিদের আটকের চেষ্টা চলছে। ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।

RELATED ARTICLES

Most Popular