Friday, September 20, 2024
Homeখেলামেসির রেকর্ড গড়া হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয়

মেসির রেকর্ড গড়া হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয়

স্পোর্টস রিপোর্টার:

ব্রাজিল কিংবদন্তি পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন, ভাঙলেন, এরপর পেয়ে গেলেন হ্যাটট্রিকও। তাতে বলিভিয়ার বিপক্ষে ৩-০ গোলের দারুণ এক জয়ই পেয়ে গেছে আর্জেন্টিনা।

দীর্ঘ ২৮ বছর পর কোপা শিরোপা জয়ী আর্জেন্টিনা আজই প্রথম খেলে পূর্ণাঙ্গ ম্যাচ। আর তাতেই বাজিমাত করলো আর্জেন্টিনা। এর আগে ব্রাজিলের বিপক্ষে খেলতে নামলেও নানা জটিলতায় ম্যাচটি বাতিল হয়ে যায়।

দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপা যেমন মিলেছে, করোনার চোখরাঙানি এড়িয়ে দীর্ঘদিন পর মাঠে আসার অনুমতি পেয়েছেন দর্শকরাও। দুটো যখন মিলে গেল এক বিন্দুতে, তখন সেটা যেন বড় অনুপ্রেরণাই দিল আর্জেন্টিনাকে। কোচ লিওনেল স্ক্যালোনির শিষ্যরা সাঁড়াশি আক্রমণে শুরু থেকেই চেপে ধরল বলিভিয়াকে। পুরো ম্যাচের ৭০ শতাংশ সময় বল ধরে রেখেছেন মেসিরা, প্রতিপক্ষ গোলমুখে নিয়েছেন ২৪টা শট। প্রতিপক্ষ গোলরক্ষক কার্লোস লাম্পে যদি দেয়াল হয়ে না দাঁড়াতেন, তাহলে গোলের সংখ্যাটা আরও বাড়ত বৈকি! 

RELATED ARTICLES

Most Popular