Tuesday, December 24, 2024

যেতে দাও


-মম সিদ্দিকা

সত্যি যদি কেউ চলে যেতে চায়
তাকে যেতে দিও
মমতার শিকল ছিড়ে
নিজেকে আড়ালে নিও।

জিদ ধরে থেকে যদি শেষে তুমি হারো-
কষ্ট তবে অতীব হবে বাড়বে জ্বালা আরো।

কেউ ছুটে আসে বাঁধা পেরিয়ে
কেউ নিজেই যায় চলে
কাছে এলে টেনে নিও
বিদায়ের ক্ষণে ‘সালাম’ দিও বলে।

যে আসতে চাইছে তাকে
দু হাত মেলে নিয়ো
যে যেতে চাইছে তাকে ছেড়ে দিও
ও আমার প্রিয়ো।

মম সিদ্দিকা
শিক্ষার্থী অভয়নগর, যশোর

RELATED ARTICLES

Most Popular