Saturday, September 21, 2024
Homeস্বাস্থ্যকরোনায় কমেছে আক্রান্ত, শনাক্তের হার ৩ দশমিক ৪ শতাংশ

করোনায় কমেছে আক্রান্ত, শনাক্তের হার ৩ দশমিক ৪ শতাংশ

নবদূত রিপোর্টঃ

স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে  জানানো হয়, সারা দেশে করোনায় কমেছে আক্রান্তের সংখ্যা। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৮৪৭ জনের দেহে। গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৬৭০টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়ায় ৩ দশমিক ৪ শতাংশ। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৫৬ হাজার ৭৫৮ জন।

একইসাথে জানা যায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন আরও ২১ জন। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়লো ২৭ হাজার ৫৩১ জনে। 

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৬ হাজার ৯০১ জন।

RELATED ARTICLES

Most Popular