Wednesday, January 8, 2025
Homeজাতীয়চট্টগ্রামে বিনিয়োগ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

চট্টগ্রামে বিনিয়োগ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

নবদূত রিপোর্ট:

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র চট্টগ্রামে বিনিয়োগ করতে আগ্রহী। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, আইসিটি ও পর্যটনখাতে বিনিয়োগে ও সম্ভাব্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

বুধবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে তার দফতরে সাক্ষাতের সময় এসব কথা বলেন।

আর্ল মিলার বলেন, যেভাবে বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তাতে চট্টগ্রাম অচিরেই রিজিওন্যাল ও গ্লোবাল কানেক্টিভিটির কার্যকর যোগসূত্র হিসেবে সংযোজিত হবে। এখানে যেসব অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠেছে তাতে বিশ্বের বড় বড় অর্থনৈতিক শক্তির অংশগ্রহণ নিশ্চিত হলে তার ইতিবাচক প্রভাব শুধু বাংলাদেশ বা অঞ্চলগত নয়, বৈশ্বিকভাবে প্রতিফলিত হবে।

RELATED ARTICLES

Most Popular