Wednesday, January 1, 2025
Homeশিক্ষাপ্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে লাগাতার শাহবাগে অবস্থান

প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে লাগাতার শাহবাগে অবস্থান

নবদূত রিপোর্ট:

প্রতিবন্ধী বিদ্যালয়কে এমপিওভুক্ত করাসহ ১১ দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাত থেকে বুধবারও রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে তাদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়।

সংগঠনটি আহ্বায়ক মো. আরিফুর রহমান অপু জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে তাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি ছিল। শাহবাগে আসার পর বাধাপ্রাপ্ত হওয়ায় জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

১১ দফা দাবিগুলো হচ্ছে:-

* প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী বিদ্যালয়গুলোর একসঙ্গে স্বীকৃতি প্রদান;

*বিদ্যালয় কর্তৃপক্ষের নিয়োগের তারিখ হতে বেতন ভাতা প্রদান; সব বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের উপবৃত্তি প্রদান;

*সকল বিদ্যালয়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম অনুযায়ী বিনামূল্যে পাঠ্যবই বিতরণ নিশ্চিতকরণ;

*বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীর উপযোগী স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন; সকল বিদ্যালয় চাহিদা অনুযায়ী শিক্ষা উপকরণ শতভাগ নিশ্চিতকরণ;

*প্রতিবন্ধী বিদ্যালয়গুলো নিয়মিত মনিটরিং নিশ্চিতকরণ; শিক্ষক-কর্মচারীদের মান উন্নয়নমূলক ট্রেনিংসহ সংশ্লিষ্ট সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ;

*আধুনিক মানসম্পন্ন প্রতিবন্ধী বান্ধব ভবন নির্মাণ নিশ্চিতকরণ; প্রতিবন্ধী বিদ্যালয়গুলোতে আধুনিক সরঞ্জাম সরবরাহসহ থেরাপি সেন্টার চালুকরণ ও ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবন শেষে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানসহ আত্মনির্ভরশীল জীবনযাপনের নিশ্চয়তা প্রদান।

RELATED ARTICLES

Most Popular