Monday, December 23, 2024
Homeআবহাওয়াগত কয়েক দিনে প্রচণ্ড গরমে ওষ্ঠাগত প্রাণ

গত কয়েক দিনে প্রচণ্ড গরমে ওষ্ঠাগত প্রাণ

নবদূত রিপোর্টঃ


গত কয়েক দিনে স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেড়েছে কয়েক গুণ। বাংলা আশ্বিন মাসের শেষের দিকে হলেও প্রচণ্ড গরমে ওষ্ঠাগত প্রাণ। দিনে ও রাতে সমানতালে গরম থাকায় স্বস্তি নেই ঘরেও।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, সাগরে লঘুচাপের কারণে গরম বেড়ে গেছে। আশা করি কাল থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে। পরশু দিন থেকে দেশের বিভিন্ন স্থানে  বৃষ্টিপাত শুরু হবে। তখন গরম কিছুটা কমে যাবে।

আবহাওয়া অফিস এক পূর্বাভাসে জানিয়েছে, আগামী দু-একদিনের মধ্যে তাপমাত্রা স্বাভাবিক হওয়ার।

 এখন অন্য সময়ের চেয়ে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। রাতের তাপমাত্রাও ২ ডিগ্রির মতো বেশি আছে।

RELATED ARTICLES

Most Popular