নবদূত রিপোর্টঃ
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে আজ। প্রথম দিন ৩০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে বলে জানা যায়।
আজ শনিবার কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্বোধনের পরপরই স্নাতকোত্তরের শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। চিকিৎসা কেন্দ্রের প্রধান অধ্যাপক ড. মো. কবির হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন সেই সময়।
উপাচার্য বলেন, ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হবে এবং নভেম্বরের শুরুতেই ক্লাস চালু হবে বলে এই টিকাদান কর্মসূচি চালু করা হয়েছে।