Saturday, September 21, 2024
Homeআবহাওয়াবায়ুচাপের পার্থক্যের আধিক্য বিরাজ করায় সমুদ্রে সতর্কতা

বায়ুচাপের পার্থক্যের আধিক্য বিরাজ করায় সমুদ্রে সতর্কতা

আবহাওয়া ডেস্কঃ


আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়েছে, উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে। দেশে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হওয়ায় তাপদাহ কমেছে। স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে।

গণমাধ্যমকে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের পার্থক্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
 
এছাড়াও আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়, এমন ঝড়ো হাওয়া আর হালকা বৃষ্টির প্রবণতা আরও ২ দিন থাকতে পারে।

সোমবার আবহাওয়ার এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular