Monday, December 23, 2024
Homeশিক্ষাঙ্গনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে ফিরছে আনন্দঘন পরিবেশে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে ফিরছে আনন্দঘন পরিবেশে

শিক্ষা ডেস্কঃ


করোনার মহামারির রেশ কাটিয়ে দেড় বছরের অধিক সময় পর খুলেছে চবি আবাসিক হলগুলো। এদিন সকাল থেকে হলের গেটে আসতে থাকেন শিক্ষার্থীরা।

আজ সোমবার সকাল বেলায় বিশ্ববিদ্যালয়ের সব হলে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন চবি উপাচার্য ড.শিরীণ আখতার। সেসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পরিদর্শন করেন তিনি।

বিশ্ববিদ্যালয়মুখী শিক্ষার্থীদের কর্তৃপক্ষের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয় নানান রকম আনুষ্ঠানিকতায়। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় হল কর্তৃপক্ষ। সেই সঙ্গে করোনা সুরক্ষার অংশ হিসেবে বিতরণ করা হয় মাস্ক ও স্যানিটাইজার।

চবি উপাচার্য ড. শিরীণ আখতার জানান, আমরা আজকে থেকে হল খুলে দিয়েছি। শিক্ষার্থীদের জন্য সুরক্ষাসামগ্রীর ব্যবস্থা করেছি। ধীরে ধীরে হলের যে সমস্যাগুলো আছে তা সমাধানের চেষ্টা করা হবে।

RELATED ARTICLES

Most Popular