যশোরের শিল্প ও বন্দর শহর নওয়াপাড়ায় জাহানারা হামিদ মাদরাসায় আলোচনা সভা ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর বৃহস্পতিবার সকালে মাদরাসা অডিটোরিয়ামে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আইডি কার্ড বিতরণ ও উক্ত অনুষ্ঠান শুরু হয়।
মাদ্রাসা কমপ্লেক্সের মুহতারাম প্রিন্সিপাল মাও. মো. শামছুদ্দীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন নওয়াপাড়া পীরবাড়ি মাদরাসার মুহাদ্দিস মাওলানা তৈয়্যেবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন জামেয়া ইসলামিয়া আমেনা কওমি মহিলা মাদরাসার মুহতামিম মাও. মুফতি মাসুম বিল্লাহ, নওয়াপাড়া পীরবাড়ি মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি জালালউদ্দিন, গাজীপুর রউফিয়া কামিল মাদরাসার প্রভাষক কবি ও সাংবাদিক মাও. বিলাল হোসেন মাহিনী, মো. সিদ্দিকুর রহমান, মাদরাসার সভাপতি হারুন অর রশিদ প্রমুখ।
অনুষ্ঠান বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন মাও. খায়রুজ্জামান। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন
মুহাদ্দিস মাওলানা তৈয়্যেবুর রহমান।
অনুষ্ঠানের সার্বিক বাস্তবায়ন সহযোগিতা করেন রোকোনুজ্জামান বাদশা।
বিলাল মাহিনী
যশোর