Thursday, December 26, 2024
Homeশিক্ষাঙ্গনঢাবিতে সহিংসতা বিরোধী কনসার্ট

ঢাবিতে সহিংসতা বিরোধী কনসার্ট

নবদূত রিপোর্ট:

দেশব্যাপী চলমান সহিংসতার বিরুদ্ধে একাত্ম হয়ে সাংস্কৃতিক প্রতিবাদের উদ্দেশ্যে শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনের অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সহিংসতা বিরোধী কনসার্টের’ আয়োজন করা হয়েছে। ‘সহিংসতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়’র ব্যানারে এর আয়োজন করা হয়।

কনসার্টে দেশের নামকরা ব্যান্ডগুলো ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একক ও সমবেত সঙ্গীত, মূকাভিনয় এবং নৃত্য পরিবেশন করেন। সেখানে গান পরিবেশন করেন শিরোনামহীন, মেঘদল, সহজিয়া, শহরতলী, বাংলা ফাইভ, গানপোকা, গানকবি, কৃষ্ণপক্ষ, কাল, অবলিক, অর্জন, গঞ্জে ফেরেশতা এবং বুনোফুল। একক সঙ্গীত পরিবেশন করেন জয় শাহরিয়ার, তুহিন কান্তি দাস, সাহস মোস্তাফিজ, লালন মাহমুদ, তন্ময়, প্রিয়াঙ্কা পাণ্ডে, রাহিম, অর্ঘ্য, অর্চন, উদয়, অপু, উপায় এবং অনিন্দ্য। নৃত্য পরিবেশন করেন উম্মে হাবিবা এবং আবু ইবনে রাফি। ঢাকা ইউনিভার্সিটি মাইম একশন মূকাভিনয় পরিবেশন করে।

RELATED ARTICLES

Most Popular