Wednesday, December 25, 2024
Homeশিক্ষাঙ্গনঢাবির 'খ' ইউনিটে প্রথম হওয়া জাকারিয়াকে মারধর

ঢাবির ‘খ’ ইউনিটে প্রথম হওয়া জাকারিয়াকে মারধর

নবদূত রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত খ ইউনিটের ফলাফলে প্রথম হওয়া শাখাওয়াত জাকারিয়াকে মারধরের অভিযোগ উঠেছে একটি কোচিং সেন্টারের বিরুদ্ধে।

মঙ্গলবার (২ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানান জাকারিয়া নিজেই।

পাঠকের সুবিধার্থে স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

আমি ফোকাস কোচিং সেন্টারের ফার্মগেট শাখায় আছি। লাইভের সময় হঠাৎ বাইরে হুড়োহুড়ি। কিছুক্ষণ পরে কিছু লোকজন ঢুকল। ঢুকেই বলল এই তোরা কি মিটিং করোছ নাকি। এসেই ফোকাসের ভাইদের বের করে দেওয়ার চেষ্টা করল। আমারেও বাইরে নেওয়ার চেষ্টা করল কিন্তু যাইনি। এক পর্যায়ে টানাটানি। তাতেও না নড়ায় একজন মাথায় থাপ্পড় দিল। শেষ পর্যায়ে ফোকাসের ভাইদের বাইরে পাঠিয়ে দিল। এক পর্যায়ে দেখলাম এক কোচিং এর কিছু টিচার। আসছিল জোর জবরদস্তি করে বলাবে জাকারিয়া আমাদের কোচিং এর।

আমার যদি কিছু হয় তাহলে তারা দায়ী থাকবে। এখন ফার্মগেটই আছি। টিচাররূপী কিছু কুলাঙ্গারও চলে গেল। কোচিং এর নাম বললাম না। ক্ষমা করে দিব বলছি। তাই ক্ষমা করে দিলাম। আশা করি আর জীবনেও এমন কাজ করবেন না। এবং টিচাররূপী কুলাঙ্গারগুলোও মানুষ হবেন। আমি ফোকাসেই কোচিং করেছি। অন্য কোথাও কোচিং করিনি।

RELATED ARTICLES

Most Popular