Friday, December 27, 2024
Homeজাতীয়টাঙ্গাইলে ছাত্রলীগের হামলার শিকার ভিপি নুর সহ আহতদের খোঁজ খবর নিতে থানায়...

টাঙ্গাইলে ছাত্রলীগের হামলার শিকার ভিপি নুর সহ আহতদের খোঁজ খবর নিতে থানায় এসেছেন ভাসানী কন্যা

টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।

আজ বুধবার সকালে এ হামলার ঘটনা ঘটে।

জেলা ছাত্রলীগ ও যুবলীগ সমন্বিতভাবে এই হামলা চালিয়েছে বলে তিনি তার ফেসবুক লাইভে এসে উল্লেখ করেন। তিনি বলেন, ‘মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিলাম। সেসময় আমার সঙ্গে দলের নেতা-কর্মীরাও ছিলেন। হঠাৎ আমাদের ওপর জেলা ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা অতর্কিতে হামলা চালায়।’

টাঙ্গাইলে ছাত্রলীগের হামলার শিকার ভিপি নুর সহ আহতদের খোঁজ খবর নিতে থানায় এসেছেন ভাসানী কন্যা

RELATED ARTICLES

Most Popular