Monday, December 23, 2024
Homeদূর পরবাসগণ অধিকার পরিষদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়েছে প্রবাসী অধিকার

গণ অধিকার পরিষদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়েছে প্রবাসী অধিকার

টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদনে যাওয়ার পথে গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নূরসহ গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।

বৃহস্পতিবার(১৮ নভেম্বর) বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ অনলাইনে এই প্রতিবাদ সভার আয়োজন করে।

প্রবাসী অধিকার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সিফাত নুরের পরিচালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইন্জিনিয়ার কবির হোসেন।এসময়,প্রবাসী অধিকার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন দেশ থেকে সর্বস্তরের প্রবাসী নেতা-কর্মী উক্ত প্রতিবাদ সভায় যুক্ত হন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন,মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদনে যাওয়ার পথে ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নূরসহ গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ন্যাক্কারজনক ও ঘৃনিত কাজ।ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ছাত্রলীগের এরকম কর্মকান্ড বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে জানান বক্তারা।

এসময়,গণ অধিকার পরিষদের প্রায় অর্ধশত আহত নেতা-কর্মীর সুস্থতা কামনা করে তাদের প্রতি সমবেদনা জানায় প্রবাসী অধিকার পরিষদ।

RELATED ARTICLES

Most Popular