Friday, December 27, 2024
Homeজাতীয়ইউপি নির্বাচনে হিজড়ার কাছে হারল আওয়ামী লীগ প্রার্থী

ইউপি নির্বাচনে হিজড়ার কাছে হারল আওয়ামী লীগ প্রার্থী

নবদূত রিপোর্ট:

ঝিনাইদহের কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে চমক সৃষ্টি করেছেন নজরুল ইসলাম ওরফে ঋতু হিজড়া।

তিনি নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলামের চেয়ে দ্বিগুণ ভোট পেয়েছেন। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

রোববার ত্রিলোচনপুর ইউপি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মধুসুধন দত্ত জানান, নির্বাচনে নয়টি ভোটকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঋতু আনারস প্রতীকে ৯ হাজার ৫৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের নজরুল ইসলাম পান ৪ হাজার ৫২৯ ভোট। ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৬০০ জন।

RELATED ARTICLES

Most Popular