Saturday, January 4, 2025
Homeরাজনীতিবিএমএ'র বক্তব্য দুঃখজনক: ড্যাব

বিএমএ’র বক্তব্য দুঃখজনক: ড্যাব

নবদূত রিপোর্ট:

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশেই সম্ভব বলে বাংলাদেশ মেডিকেল অ্যাসােসিয়েশন (বিএমএ) সেটি অত্যান্ত দুঃখজনক বলে মন্তব্য করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ।

বুধবার (১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ড্যাব আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. হারুন আল রশিদ অন্য একটি প্রশ্নের উত্তর বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে থেকে চিকিৎসক আনার যে বিষয়টি বিএমএ বলেছে, সেটি শুধুমাত্র কালক্ষেপন ছাড়া আর কিছু না। এর মধ্যে দিয়ে তারা সরকারকে সমর্থন করছে।

RELATED ARTICLES

Most Popular