Saturday, September 21, 2024
Homeজাতীয়মতিঝিল শাপলা চত্তরে শিক্ষার্থীদের গাড়ি ভাঙচুর

মতিঝিল শাপলা চত্তরে শিক্ষার্থীদের গাড়ি ভাঙচুর

নবদূত রিপোর্ট:

মতিঝিল শাপলা চত্তরে হিমালয় পরিবহনের একটি গাড়ি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা।

নিরাপদ সড়কের দাবিতে বুধবার দুপুন ১ টা থেকে শাপলা চত্তর এলাকায় বিক্ষিপ্তভাবে অবস্থান নেয় মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ উচ্চ বিদ্যালয়, মতিঝিল সেন্ট্রালেরশতা‌ধিক ছাত্র। শাপলা চত্তর এলাকায় দুপুর ২ টা পর্যন্ত তারা অবস্থান ক‌রে।

শিক্ষার্থীরা নিরাপদ সড়ক, সড়ক দুর্ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ করেন।

এ সময় ছাত্ররা জানান, দা‌বি মো‌দের একটাই নিরাপদ সড়ক চাই। তারা বি‌ভিন্ন স্লোগান দেন জেগেছে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, উই ওয়ান্ট জাস্টিস। আমার ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।
রাস্তা বন্ধ ক‌রে ছাত্ররা গা‌ড়ি ও মোটরসাই‌কে‌লের চাল‌কের লাইসেন্স দেখ‌ছেন। লাই‌সেন্স না থাক‌লে গাড়ি আটক করে আইনশৃঙ্খলা বা‌হিনীর কা‌ছে দি‌চ্ছে।

শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে হিমায়ল পরিবহনের একটা বাস ভাঙচুর করে শিক্ষার্থীরা। ছাত্র‌দের দা‌বি লাই‌সেন্স চেক করার সময় হিমায়ল প‌রিবহ‌নের চালক প্রথ‌মে কাগজপত্র না দে‌খি‌য়ে ধাক্কা দেয়। এ‌তে ক্ষু‌ব্ধ হ‌য়ে গা‌ড়ির গ্লাস ভাংচুর ক‌রে।

ত‌বে চালক মেহে‌দির দা‌বি, সে চাওয়া মাত্র কাগজ পত্র দে‌খি‌য়ে‌ছেন। কাউ‌কে ধাক্কা দেন‌নি।

RELATED ARTICLES

Most Popular