Saturday, September 21, 2024
Homeশিক্ষাঙ্গনহাবিপ্রবিতে 'টিএফসিএল' চ্যাম্পিয়ন টিম বার্নার্স

হাবিপ্রবিতে ‘টিএফসিএল’ চ্যাম্পিয়ন টিম বার্নার্স

নবদূত রিপোর্ট:

‘একতাই শক্তি একতাই বল মাদক ছেড়ে মাঠে চল’ এই স্লোগানকে সামনে রেখে ৩০ নভেম্বর (মঙ্গলবার) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তাজউদ্দিন আহমেদ হল কর্তৃক আয়োজিত ‘ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ (TFCL-2021)’ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় তাজউদ্দিন সোলজার্সকে ৮ রানের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম বার্নার্স।

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ ইমরান পারভেজ,বিভিন্ন হলের হল সুপার সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাজউদ্দিন আহমেদ হলের হল সুপার সহযোগী অধ্যাপক ড. মো: শাহানুর কবীর।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী আমাদের জন্য অনেক সৌভাগ্যের। এসময় তিনি “একতাই শক্তি একতাই বল, মাদক ছেড়ে মাঠে চল।”- এই স্লাগানকে ধারণ করে এগিয়ে যাবার আহ্বান জানান। পরিশেষে তিনি চ্যাম্পিয়ন এবং রানার্স আপ উভয় দলকেই অভিনন্দর জানান।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো: মানুনুর রশীদ বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য শিক্ষার্থী এবং শিক্ষক। অতীতের মতো ভবিষ্যতেও শিক্ষার্থীরা অনেক ভালো কিছু করবে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জল করতে সক্ষম হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। পরিশেষে তিনি উপাচর্য মহোদয়ের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপক করেন।

এসময় সাধারণ শিক্ষার্থীর পক্ষে মো: জুয়েল রানা এই টুর্নামেন্ট সম্পন্ন করার ক্ষেত্রে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীর পক্ষে তিনি কয়েকটি দাবি তুলে ধরে বলেন,” হলে গেস্ট রুম, রিডিং রুম সহ নামাজ রুমের ব্যবস্থা করা হলে শিক্ষার্থীদের অনেক সুবিধা হবে “।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর (বুধবার) চারটি দলের রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে প্রতিযোগিতাটি শুরু হয়।

RELATED ARTICLES

Most Popular