Wednesday, December 25, 2024
Homeশিক্ষাকরোনার নতুন ধরণ ওমিক্রনে বন্ধ হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

করোনার নতুন ধরণ ওমিক্রনে বন্ধ হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

নবদূত রিপোর্ট:

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে পরিস্থিতি আবারও খারাপের দিকে গেলে আবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সরকারি সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ওমিক্রনের কারণে পরিস্থিতি খারাপের দিকে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হতে পারে। তবে আমাদের এ জাতীয় কোনো পরিকল্পনা এখনও নেই। আমরা চাই ধারাবাহিক প্রক্রিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান চালু থাকুক।

তিনি বলেন, আমরা প্রথমে যখন অবস্থা খুব ভালো ছিল, তখন ওমিক্রনের কেথা শোনা যায়নি। এজন্য নতুন বছরের ক্লাস বাড়ানোর পরিকল্পনা নিয়েছলাম। এ মুহূর্তে পরিকল্পনা স্থগিত করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular