Saturday, September 21, 2024
Homeশিক্ষাঙ্গনইবি গবেষণা সংসদের যাত্রা শুরু : আহ্বায়ক শাকিল, যুগ্ম আহ্বায়ক নীলা

ইবি গবেষণা সংসদের যাত্রা শুরু : আহ্বায়ক শাকিল, যুগ্ম আহ্বায়ক নীলা

ক্যাম্পাস ডেস্ক:

‘রিসার্চ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ। বিশেষত স্নাতক শিক্ষার্থীদের মাঝে গবেষণাকে জনপ্রিয়, আকর্ষণীয় ও সহজ করা, সেই সাথে তাদেরকে গবেষণায় উদ্বুদ্ধকরণ, তাদের নিয়ে শিক্ষা-গবেষণা ও সৃজনশীলতামূলক বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করছে ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ।

করোনা মহামারীর মাঝামাঝি সময়ে গত এক বছর ধরে নিজেদের মধ্যে কার্যক্রম পরিচালনা করলেও সম্প্রতি বিজয়ের মাসের শুরুতে (৪ ডিসেম্বর) ১০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালামসহ সর্বোচ্চ প্রশাসন এবং সংগঠনটির মডারেটর, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মো: খালিদ হোসেন জুয়েল এর অনুমোদনক্রমে এতে প্রতিষ্ঠতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের ১৫-১৬ সেশনের শিক্ষার্থী মোঃ শাকিল আহমেদ খান এবং যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যবস্থাপনা বিভাগের ১৫-১৬ সেশনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস নীলা।

গবেষণা সংসদের আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- সাব্বির আহমেদ, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগ (১৬-১৭), রুমানা আক্তার রুমা, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগ (১৬-১৭), সাফিয়া স্বর্ণা, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ (১৭-১৮), মোঃ ফাহিম ফয়সাল, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ (১৭-১৮), মাহদী হাসান,আইন বিভাগ (১৭-১৮),সাদিয়া ইসলাম প্রিয়া, ফোকলোর স্টাডিজ বিভাগ (১৭-১৮), ইজাজ মাহমুদ অনিক, অর্থনীতি বিভাগ (১৮-১৯) এবং সানোয়ার হোসেন, বাংলা বিভাগ (১৮-১৯)।

বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম গবেষণা সংসদ প্রতিষ্ঠিত হয়। পরে জগন্নাথ, রাজশাহী,বিইউপি, জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ও চবি গবেষণা সংসদের ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয়েও গবেষণা সংসদ যাত্রা শুরু করলো।

এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক প্লাটফর্ম, যেটি মূলত শিক্ষার্থীদের গবেষণা কাজে উদ্বুদ্ধ করতে ও গবেষণামুখী উদ্যোগে সহযোগিতা করবে।

RELATED ARTICLES

Most Popular