Saturday, September 21, 2024
Homeশিক্ষাঙ্গনবাংলাদেশ যুব অধিকার পরিষদের নতুন নেতৃত্বে ঢাকা কলেজের সাবেক দুই শিক্ষার্থী

বাংলাদেশ যুব অধিকার পরিষদের নতুন নেতৃত্বে ঢাকা কলেজের সাবেক দুই শিক্ষার্থী

ইউসুফ হোসেন,ঢাকা কলেজ:

গতকাল ৬ ডিসেম্বর (সোমবার) ঢাকা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় বাংলাদেশে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রথম কাউন্সিল।উক্ত কাউন্সিলে ৬৪ জেলা ও বিভিন্ন মহানগরের আহ্বায়ক এবং সদস্য সচিব প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক।
সকাল ১১টা থেকে শুরু করে বিকাল ৫.৩০ মিনিট পর্যন্ত চলে ভোটগ্রহণ।
সভাপতি পদে নির্বাচন করে তিনজন
মনজুর মুরশেদ মামুন, তারেক রহমান, আবু তৈয়ব হাবিলদার।
সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে তিনজন
মোঃ নাদিম হাসান, আব্দুর রহিম, সৈয়দ অহিদুজ্জামান।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করে তিনজন
মনতাজুল ইসলাম, ইয়াসিন আরাফাত, আবু বক্কর সিদ্দিক

রাত ৮ টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন এন, আই,সুহাইবী যেখানে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ঢাকা কলেজের সাবেক দুই শিক্ষার্থী।
সভাপতি নির্বাচিত হয় মাস্টার্স ১২-১৩ সেশনের মনজুর মুরশেদ মামুন! সে মোট ভোট পেয়েছে ১৩১ টি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তারেক রহমান ভোট পেয়েছে ৩৯ টি।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয় অনার্স ১৪-১৫ সেশনের মোঃ নাদিম হাসান! সে মোট ভোট পেয়েছে ১৫৮টি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহমান ভোট পেয়েছে ১৪ টি।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে মনতাজুল ইসলাম।

RELATED ARTICLES

Most Popular