Thursday, December 26, 2024
Homeশিক্ষাঙ্গনআলালের গ্রেফতার দাবিতে সিকৃবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

আলালের গ্রেফতার দাবিতে সিকৃবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ক্যাম্পাস ডেস্ক:

বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় প্রতিবাদ জানিয়ে ও দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে ছাত্রলীগের নেতাকর্মীদের হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল শেষে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা দাহ করেছেন তারা।

শনিবারব (১১ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ের ফুসকা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে কয়েকটি সড়ক ঘুরে টিএসসিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল যে কুরুচিপূর্ণ বক্তব্যে দিয়েছে তা কোন ভাল মানুষ দিতে পারে না। মোয়াজ্জেম হোসেনের এমন বক্তব্য সরকার ও রাষ্ট্রকে চরম হেয়প্রতিপন্ন করেছে। প্রতিবাদ সভা থেকে মোয়াজ্জেম হোসেন আলালকে দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।

RELATED ARTICLES

Most Popular