Monday, December 23, 2024
Homeসারাদেশইশিবপুরে নির্বাচনী হামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ জন

ইশিবপুরে নির্বাচনী হামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ জন

নবদূত রিপোর্টঃ

গত রোববার বিকেলে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় সরকারি বিদ্যালয় ভোটকেন্দ্রে পর্যবেক্ষক হিসেবে পরিদর্শনে যান কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।


এসময় জালভোট দেওয়া হচ্ছে এমন অভিযোগ এনে তিনি প্রতিবাদ করেন। এতেই ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী (নবনির্বাচিত চেয়ারম্যান) মোশারফ হোসেনের সমর্থকরা রাব্বানীর ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।


একপর্যায়ে ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করা হয়। রাব্বানীকে বাঁচাতে এগিয়ে আসলে তার দুই বন্ধুকেও কুপিয়ে আহত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আজ মঙ্গলবার এই  হামলার ঘটনায় প্রধান আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে রাজৈর ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় তাদের।

RELATED ARTICLES

Most Popular