Monday, December 23, 2024
Homeজাতীয়টিএসসিতে আনন্দ উল্লাসে ইংরেজি নববর্ষকে বরণ

টিএসসিতে আনন্দ উল্লাসে ইংরেজি নববর্ষকে বরণ

নবদূত রিপোর্ট:

আনন্দ উল্লাস আর উৎসবের মধ্য দিয়ে ইংরেজি নববর্ষকে স্বাগত জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

রাত ১২টা ১ মিনিট বাজার সঙ্গে সঙ্গেই হাজার হাজার শিক্ষার্থীর সম্মিলিত উল্লাস ধ্বনিতে ঢাবি ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) পরিণত হয় ‍‌উৎসবস্থলে। শিক্ষার্থীরা আতশবাজি ফুটিয়ে পুরনো বর্ষকে বিদায় ও নতুন বর্ষ বরণ করে নেয়।

সন্ধ্যা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে গড়ে তোলা হয় কঠোর নিরাপত্তা বলয়। আইডিকার্ড ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের স্টিকার ছাড়া কোনো গাড়ি ঢুকতে দেওয়া হয়নি। ফলে হাজার হাজার মানুষকে ফিরে যেতে হয়। তারপরেও উৎসবের কমতি দেখা যায়নি।

RELATED ARTICLES

Most Popular