বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, সিলেট জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৩১ ডিসেম্বর) সিলেট নগরীর মুসলিম সাহিত্য সংসদ এর মিলনায়তনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পরিচিতি সভায় উপস্থিত ছিলেন,বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমান,সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, গণ অধিকার পরিষদ এর কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক নাজম উস সাকিব, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন সুজনসহ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ এর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সিলেট জেলা শ্রমিক অধিকার পরিষদ এর আহবায়ক ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে এবং জেলা সদস্য সচিব ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান বলেন, গণ অধিকার পরিষদ এর ২১ দফার মধ্যে শ্রমিক অধিকার পরিষদ এর ১৫ দফার নির্যাস রয়েছে। ২১ দফা বাস্তবায়িত হলে এদেশের শ্রমিক শ্রেণী স্বাধীনতার ৫০ বছর পরে তাদের স্বাধীনতার সুফল ফিরে পাবে।