Saturday, September 21, 2024
Homeসারাদেশযশোরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের ৪৭ জনের বিরুদ্ধে মামলা

যশোরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের ৪৭ জনের বিরুদ্ধে মামলা

বিলাল মাহিনী, যশোর:

যশোরের অভয়নগর উপজেলায় রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের চেষ্টার অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে আটক ও পলাতক ৩৭ জনকে আসমী করে অভয়নগর থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

আটক আসামীরা হলেন, নওয়াপাড়া গুয়াখোলা গ্রামের কামরুজ্জামানের পুত্র নওয়াপাড়া পৌর বিএপির যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান জনি(৩৮), রাজঘাট এলাকার মো, জাকির হোসেনের পুত্র পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মো.আকরাম হোসেন কুরাইশী(৩৬), কোটা গ্রামের ওমর আলীর পুত্র থানা যুবদলের যুগ্ম-আহবায়ক আনিসুর রহমাম(৩৫), বনগ্রামের বেনজীর আহম্মেমের পুত্র থানা যুবদলের যুগ্ম-আহবায়ক মাসুদ পরভেজ সাথী(৩৮), বাগদা গ্রামে সাকাওয়াত সরদারের পুত্র যশোর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারন সম্পাদক মো. সাদ্দাম হোসেন (৩২), পাইকপাড়া এলাকার আব্দুর রশিদ শেখের পুত্র থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মাহাফুজুর রহমান ইউসুফ(২৯), পায়রা গ্রামের ফজলুল হকের পুত্র থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তানভির আহম্মেদ(২৫), বাগদা এলাকার আতিয়ার রহমান বিশ্বাসের পুত্র জেলা ছাত্রদলের সদস্য মামুন বিশ্বাস(৩০), চলিশিয়া গ্রামের ইনতাজ আলীর পুত্র শহিদুল ইসলাম(২৫), বাগুটিয়া গ্রামের সরোয়ার শেখের পুত্র ইকবাল শেখ(৩৫)।

মামলা সূত্রে জানা যায়, ১ জানুয়ারী ২০২২ শনিবার রাত ৮.৩৫ টায় উপজেলার একতারপুর তালতলা-হাট চার-রাস্তার মোড়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির লক্ষ্যে সড়কপথ, রেলপথ ও বিভিন্ন কলকারখানা সহ রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিসাধন ও সরকারের ভাবমুর্তি নষ্ট করার উদ্দেশ্যে প্রায় দেড়শত বিএনপির নেতাকর্মী দেশীয় অস্ত্র লাঠিসোটা, লোহার রড সহ ইটপাটকেল নিয়ে রাষ্ট্রোবিরোধী শ্লোগান দিয়ে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন চেষ্টাকালে অভয়নগর থানার এস আই বনি-আমিন, আকরাম হোসেন, ইসরাফিল আহম্মেদ শামীম, রিয়াজ হোসেন, জয়ন্ত সরকার, শাহ্ আলম, মনিরুল ইসলাম, মনিরুজামান, এ এস আই আব্দুল হামিদ, সিলন আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঘটনা স্থল থেকে উপরোক্ত ধৃত আসামীসহ মোট ৪৭ জনকে এজাহারী ও অজ্ঞাত ৭০/৮০ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। মামলা নং-১/১।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম শামীম হাসান বলেন, গ্রেপ্তার কৃত আসামীদের ০২ জানুয়ারি ২০২২ রবিবার জেলা আদালতে সোর্পদ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে ।

RELATED ARTICLES

Most Popular