Monday, December 23, 2024
Homeআন্তর্জাতিকভারতে দৈনিক সংক্রমণ হার প্রায় সাড়ে ৬ শতাংশ

ভারতে দৈনিক সংক্রমণ হার প্রায় সাড়ে ৬ শতাংশ

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতে দৈনিক সংক্রমণ হার প্রায় সাড়ে ৬ শতাংশ। সুস্থতার হার সামান্য কমেছে বুধবারের তুলনায়। বৃহস্পতিবার দৈনিক সুস্থতার হার ৯৭ দশমিক ৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯ হাজার ২০৬ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২৫ জনের। দৈনিক সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা।

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের আজকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন। যা বুধবারের তুলনায় ৫৬ শতাংশ বেশি। বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫৮ হাজার ৯৭।


বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়েল রিপোর্ট অনুযায়ী, সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৪০১।

RELATED ARTICLES

Most Popular