Friday, November 15, 2024
Homeসারাদেশনবম ধাপে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে যাচ্ছে রোহিঙ্গারা

নবম ধাপে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে যাচ্ছে রোহিঙ্গারা

নবদূত রিপোর্টঃ


আজ বুধবার দুপুরের দিকে ৪১৪ জন রোহিঙ্গাকে নিয়ে ৮ টি বাস উখিয়া ডিগ্রি কলেজ মাঠ এলাকা থেকে ভাসানচরের উদ্দেশে চট্টগ্রামের পথে রওয়ানা হয়। পরে বিকেল ৫টার দিকে আরও ৮ টি বাস ২৯১ জনকে নিয়ে চট্টগ্রামের পথে রওয়ানা হয়।

এবারে নবম ধাপে কক্সবাজারের উখিয়া থেকে মোট ৭০৫ জন রোহিঙ্গাকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে নেওয়া হচ্ছে।


পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে এসব রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। সড়ক পথে চট্টগ্রাম পৌঁছানোর পর জাহাজযোগে তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হবে।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

Most Popular