Thursday, May 15, 2025
Homeআবহাওয়াআগামী সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে

আগামী সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে

আবহাওয়া ডেস্কঃ

সারা দেশে তাপমাত্রা কিছুটা বেড়েছে। যেসব জেলায় গতকাল পর্যন্ত শৈত্যপ্রবাহ ছিল, সেসব জেলায় আজ ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা বলে জানান আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম।

তিনি জানান, আগামী সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরে তাপমাত্রা কমতে পারে। এর আগে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। বর্তমান আবহাওয়া এ রকমই থাকবে।

তবে আগামী দু-একদিনে রাতের তাপমাত্রা আরও বাড়বে। একই সঙ্গে কুয়াশা আরও কয়েক দিন থাকবে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সর্বোনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁয় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

RELATED ARTICLES

Most Popular