Thursday, December 26, 2024
Homeজাতীয়ভোট সু্ষ্ঠু হলে লক্ষাধিক ভোটে জিতব: তৈমুর আলম

ভোট সু্ষ্ঠু হলে লক্ষাধিক ভোটে জিতব: তৈমুর আলম

নবদূত রিপোর্ট:

ভোট সুষ্ঠু হলে লক্ষাধিক ভোটে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন নারায়নগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

রোববার সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তৈমুর আলম অভিযোগ করে বলেন, জাতীয় পরিচয়পত্র ছাড়া ভোট দিতে পারছে না। অনেকে ফিরে যাচ্ছে। আঙুলের ছাপ দিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করতে তিনি আহ্বান জানান

বহিরাগতদের নগরে ঢুকতে জাতীয় পরিচয়পত্র দেখানোর যে ব্যবস্থা করা হয়েছে এর অবশ্য প্রশংসা করেন তৈমুর আলম।

RELATED ARTICLES

Most Popular