Friday, December 27, 2024
Homeঅর্থনীতিজানুয়ারিতে বেড়েছে রেমিট্যান্স

জানুয়ারিতে বেড়েছে রেমিট্যান্স

নবদূত রিপোর্ট:

বছরের প্রথম মাস জানুয়ারিতে রেমিট্যান্স আহরণ বেড়েছে। এই মাসে ১৭০ কোটি ৪৪ লাখ ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। যা আগের মাস ডিসেম্বরের চেয়ে ৭ কোটি ৩৮ লাখ ডলার বেশি। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখান থেকে এ তথ্য জানা গেছে।

তবে সার্বিকভাবে গত অর্থবছরের তুলনায় চলতি বছর এখন পর্যন্ত রেমিট্যান্স আহরণ কম। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের সাত মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৯৪ কোটি ৪০ লাখ ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১ লাখ ২ হাজার ৭১৮ কোটি টাকার বেশি; (প্রতি ডলার ৮৬ টাকা ধরে)। রেমিট্যান্সের এ অংক আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২৯৬ কোটি ডলার বা প্রায় ২০ শতাংশ কম। এর আগের অর্থবছরের একই সময় এসেছিল ১ হাজার ৪৯০ কোটি ডলার।

এদিকে টানা পাঁচ মাস কমার পর ডিসেম্বর ও জানুয়ারিতে প্রবাসী আয়ের গতি কিছুটা বেড়েছে। তবে গত বছরের সঙ্গে তুলনা করলে রেমিট্যান্স আহরণের পরিমাণ এখনো কম রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, একক মাস হিসাবে সব শেষ জানুয়ারিতে ১৭০ কোটি ৪৪ লাখ ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। যা আগের মাস ডিসেম্বরের চেয়ে ৭ কোটি ৩৮ লাখ ডলার বেশি। তবে আগের বছরের জানুয়ারির চেয়ে ২৫ কোটি ৭৫ লাখ ডলার বা ১৩ শতাংশ কম।

RELATED ARTICLES

Most Popular