Thursday, December 26, 2024
Homeরাজনীতিডা. জাফরুল্লাহ চৌধুরীসহ প্রবাসী অধিকার সম্মাননা পেলেন ২১ জন

ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ প্রবাসী অধিকার সম্মাননা পেলেন ২১ জন

নবদূত রিপোর্ট:

প্রবাসীদের পাশে থাকায় এবং তাদের অধিকারের প্রশ্নে বলিস্ট ভূমিকা রাখায় প্রবাসী অধিকার সম্মাননা পেয়েছেন শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিকসহ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিক।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ মিলনায়তনে প্রবাসী অধিকার পরিষদ আয়োজিত ‘প্রবাসীদের সংকট উত্তরণ’ শীর্ষক আলোচনা সভায় এই সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা পেয়েছেন যারা:

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও রাজনৈতিক বিশ্লেষক ড. দিলারা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুল, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনীতিবিদ ড.খন্দকার মোশাররফ হোসেন, মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম-বীর প্রতীক,  বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান, ইশতিয়াক আজীজ উলফাত, বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার চৌধুরী আকবর হোসেন, একাত্তর টেলিভিশনের কূটনৈতিক প্রতিবেদক ঝুমুর বারী।

অর্থনীতিবিদ ও গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হক নুর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ভাষানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, ব্রাক অভিবাসন প্রোগ্রামের প্রধান সমন্বয়ক শরিফুল হাসান।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলাম, ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক সাবিনা ইয়াসমিন পুথী, বাংলা ভিশনের মিরাজ হোসেন গাজী।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি প্রকৌশলী মোঃ কবীর হোসেন, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার পোদ্দার, মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য নাঈম জাহাঙ্গীর।

RELATED ARTICLES

Most Popular