Thursday, December 26, 2024
Homeরাজনীতিএই সরকারের অধীনে নির্বাচনে যাব না: মির্জা আব্বাস

এই সরকারের অধীনে নির্বাচনে যাব না: মির্জা আব্বাস

নবদূত রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নতুন নির্বাচন কমিশনের যে ইতিহাস, ইতোমধ্যেই আপনারা খবরের কাগজ ও বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় দেখেছেন। এই সমস্ত সরকারি সুবিধাভোগী শ্রেণি দিয়ে কখনো নির্বাচন কমিশন হতে পারে না।

আমরা এই সরকারের অধীনে নির্বাচনে যাব না। আমাদের একটাই দাবি এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। এই সরকারকে আমরা ইনশাআল্লাহ তাড়াবো।

বুধবার টাঙ্গাইল জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তেল-গ্যাস-বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শহরের রেজিস্ট্রিপাড়া সড়কে এ সমাবেশের আয়োজন করা হয়।
 
মির্জা আব্বাস বলেন, নতুন নির্বাচন কমিশন হবে একটা নিরপেক্ষ সরকারের অধীনে। তা যদি না হয়, এই নির্বাচন কমিশনে যে কাউকে বসালে কোনো লাভ হবে না, সরকার দ্বারা পরিচালিত হবে। নির্বাচন কমিশন কিছু করতে পারবে না।

আমরা নিরপেক্ষ সরকার চাই, নিরপেক্ষ সরকারের মাধ্যমে আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো। তারেক রহমানকে আবার দেশে নিয়ে আসবো। এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা ইনশাআল্লাহ রক্ষা করবো।

RELATED ARTICLES

Most Popular